• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২,

বিমার টাকার জন্য মেয়েকে খুন করল বাবা-মা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ০২:৫৫ পিএম
বিমার টাকার জন্য মেয়েকে খুন করল বাবা-মা

মাত্র আড়াই লাখ রুপির জন্য ৯ বছরের মেয়েকে খুন করেছেন সৎ বাবা ও আপন মা। ভারতের পঞ্জাবের রাজ্যের লুধিয়ানায় ঘটেছে এই মর্মান্তিক ঘটনা।

মেয়েকে গলা টিপে খুন করার অভিযোগে দু’জনকেই গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানায় ১৯ জুন হুমব্রান এলাকায় একটি কারখানার মধ্যে খুন করা হয় ভারতী নামের এই শিশুকে।

পুলিশ জানায়, শিশুটির মা পিঙ্কি ও সৎ বাবা নরেন্দ্র ২০১৮ সালে ভারতীর নামে আড়াই লক্ষ রুপির একটি বিমা করেছিলেন। সেই বিমার টাকা পেতেই ভারতীকে খুন করার পরিকল্পনা করেন তারা।

হত্যার পরদিন সকালে ভারতীর দেহ নিয়ে হাসপাতালে যায় তার দু’জন। এসময় চিকিৎসকরা শিশুটির গলায় দাগ দেখে পুলিশে খবর দেন। জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকার করেন তারা।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!