• ঢাকা
  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬

সড়ক দুর্ঘটনায় টাটার সাবেক চেয়ারম্যানের মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২২, ১১:০১ এএম
সড়ক দুর্ঘটনায় টাটার সাবেক চেয়ারম্যানের মৃত্যু

আহমেদাবাদ থেকে মুম্বাই ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ভারতের টাটা সন্সের সাবেক চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির।

হিন্দুস্তান টাইমস জানায়, মহারাষ্ট্রের পালঘরে তার গাড়ি ডিভাইডারে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলে সাইরাস মিস্ত্রিসহ দুইজনের মৃত্যু হয়। আহত হয়েছেন আরও দুইজন।

পুলিশ জানিয়েছে, রোববার দুপুর তিনটার দিকে পালঘরের চারোটিতে সূর্য নদীর ওপর সেতুর ডিভাইডারে ধাক্কা মারে সাইরাসের মার্সিডিজ গাড়ি। দুর্ঘটনায় গাড়ির চাকাসহ সামনের অংশ পুরোপুরি দুমড়েমুচড়ে গেছে।

টাটা পরিবারের বাইরে দ্বিতীয় ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হয়েছিলেন ৫৪ বছর বয়সী সাইরাস মিস্ত্রি। ২০১২ সালে রতন টাটা দায়িত্ব ছাড়ার পর তার স্থলাভিষিক্ত হন তিনি।

তবে ২০১৬ সালে তাকে আচমকা পদ থেকে সরিয়ে দেওয়া হয়। পরে টাটা সন্সের এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে দায়িত্ব নেন এন চন্দ্রশেখরণ।

এর জেরে মামলাও করেন সাইরাস। ন্যাশনাল কোম্পানি ল অ্যাপ্লিলেট ট্রাইব্যুনাল সাইরাস মিস্ত্রিকে টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে পুনর্বহাল করতে নির্দেশ দেয়।

তবে ২০১৯ সালের ডিসেম্বরে সেই রায় খারিজ করে দেন সুপ্রিম কোর্ট। পরে সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিল করেন সাইরাস মিস্ত্রি। সেটিও খারিজ করে দেন আদালত।

Link copied!