ইসলামের পাঁচ স্তম্ভের মধ্যে অন্যতম হজ। মহামারির মাঝে এবারও সীমিত পরিসরে পবিত্র হজের আয়োজন চলছে সৌদি আরবে।
কঠোর স্বাস্থ্যবিধি মেনে স্থানীয় সময় শনিবার মক্কায় উপস্থিত হন মুসল্লিরা। দিবাগত রাত তথা ৮ জিলহজ মিনার উদ্দেশ্যে যাত্রা করবেন তারা। শুরু হবে হজের মূল কার্যক্রম।
সৌদি আরবে থাকা ১৫০টি দেশের মুসল্লিরা এবারের হজে অংশ নিচ্ছেন। ৬০ হাজার মুসল্লি এবার হজ করবেন। আরাফার দিন ১৯ জুলাই পালিত হবে পবিত্র হজ। পরদিন পশু কোরবানির মধ্য দিয়ে শেষ হবে মূল আনুষ্ঠানিকতা।
হজ পালনরত ১৮-৬৫ বছর বয়সী সবাইকে টিকা দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছে সৌদি কর্তৃপক্ষ। গত কয়েক বছরে যারা হজ করেননি তারাই অগ্রাধিকার পেয়েছেন এবার।






































