• ঢাকা
  • মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২, ১৯ মুহররম ১৪৪৬

সেলফি তোলার সময় বজ্রপাতে ১১ মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ১২:৪৪ পিএম
সেলফি তোলার সময় বজ্রপাতে ১১ মৃত্যু

ভারতের জয়পুরের প্রত্নতাত্ত্বিক স্থান আম্বর প্যালেসে বজ্রপাতে ১১ জনের মৃত্যু হয়েছে। এসময় অনেকেই মোবাইলে সেলফি তুলছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানায় বিবিসি।

দ্বাদশ শতকে তৈরি আম্বর প্যালেস ভারতের জনপ্রিয় দর্শনীয় স্থাঙ্গুলোর মধ্যে অন্যতম। দুর্গের ওয়াচ টাওয়ারে অনেক পর্যটকই সেলফি তোলার জন্য উঠে থাকেন।

পুলিশ জানায়, ঘটনার সময় দুর্গের প্রাচীর ও দেয়ালে ২৭ জন দর্শনার্থী ছিলেন। এদের মধ্যে কয়েকজন মাটিতে ঝাঁপিয়ে পড়ে বলে জানায় বিবিসি।

পুলিশ কর্মকর্তারা গণমাধ্যমকে জানান, দুর্গের ওয়াচ টাওয়ারে নিহতদের মধ্যে বেশিরভাগই ছিল তরুণ। 

ভারতে প্রতি বছর গড়ে প্রায় ২,০০০ মানুষ বজ্রপাতে মারা যায়। সাধারণত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষায় সময়ে এ বজ্রপাত বেশি হয়।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, জয়পুরের রবিবারের বজ্রপাতে বিভিন্ন এলাকায় আরও নয় জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!