উত্তর আফ্রিকার দেশ সুদানে সামরিক অভ্যুত্থানের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন একদল সৈন্য। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ খবর জানায় আল-জাজিরা।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) ভোরে সুদানের টেলিভিশন চ্যানেলে সেনা অভ্যুত্থান প্রচেষ্টা ব্যর্থ হওয়ার খবর প্রচারিত হয়। জনগণকেও অভ্যুত্থান চেষ্টাকারীদের প্রত্যাখ্যানের আহ্বান জানানো হয়।
এছাড়া সব সামরিক বাহিনী নিয়ন্ত্রণে রয়েছে বলেও খবরে বলা হয়। তবে এ অভ্যুত্থানের ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
দেশজুড়ে গণবিক্ষোভের মুখে ২০১৯ সালের এপ্রিলে স্বৈরাশাসক ওমর আল-বশিরকে ক্ষমতাচ্যুত করে সুদানের সামরিক বাহিনী। ক্ষমতায় আসেন নতুন প্রধানমন্ত্রী আবদাল্লা হামদুক। এরপর থেকেই দেশটিতে রাজনৈতিক অস্থিরতা চলছে।
আল-জাজিরা জানায়, মঙ্গলবার অভ্যুত্থানের খবর আসার পরই সুদানের টেলিভিশন চ্যানেলগুলো দেশাত্মবোধক গান প্রচার করতে শুরু করে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন সামরিক কর্মকর্তা জানান, সকালে সামরিক বাহিনীর বেশ কয়েকজন সৈন্য মিলে কয়েকটি সরকারি প্রতিষ্ঠান দখল করার চেষ্টা করে। পরে তাদের আটক করা হয়।
অভ্যুত্থান চেষ্টার দায়ে উচ্চপদস্থ কর্মকর্তাসহ অনেক সৈন্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওই সামরিক কর্মকর্তা। তবে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।