• ঢাকা
  • সোমবার, ০৭ জুলাই, ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২, ১১ মুহররম ১৪৪৬

সিরিয়ায় ইসরায়েলি হামলায় ৩ সেনা নিহত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৫, ২০২২, ০৫:৫৩ পিএম
সিরিয়ায় ইসরায়েলি হামলায় ৩ সেনা নিহত

সিরিয়ায় একাধিক ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। এতে অন্তত তিন সিরীয় সেনা নিহত ও তিনজন আহত হয়েছে।

রোববার সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম সানা জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলাগুলো রাত স্থানীয় সময় রাত ৯টার দিকে সংঘটিত হয়। রাজধানী দামেস্ক ও উপকূলীয় টারতুসের প্রদেশের নিকটবর্তী গ্রামাঞ্চলের কিছু এলাকায় আঘাত হানে এই হামলা।

সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী জানায়, তারা ইসরায়েলের আক্রমণ মোকাবেলা করেতে সক্ষম হয়েছে। বেশ কিছু ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে তারা। নাম প্রকাশে অনিচ্ছুক সামরিক সূত্রের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে সানা। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইসরায়েলের আগ্রাসনে তিন সেনার মৃত্যু হয়েছে, তিনজন আহত হয়েছে।

বিবিসি জানায়, লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ-পূর্ব দিক থেকে দামেস্কে হামলা চালানো হয়েছে। আর তারতুসে হামলা হয়েছে ভূমধ্যসাগর থেকে। তিনজনের মৃত্যু ছাড়াও হামলার কারণে অবকাঠামোগত ক্ষতি হয়েছে হয়েছে বলে জানা গেছে।

যদিও ইসরায়েলি সেনাবাহিনী এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

Link copied!