• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

সাইবেরিয়ায় খনিতে আগুনে ১১ মৃত্যু, আহত ৪০


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২১, ০৫:৩২ পিএম
সাইবেরিয়ায় খনিতে আগুনে ১১ মৃত্যু, আহত ৪০

রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে একটি কয়লাখনিতে আগুন লেগে ১১ শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ৪০ জন।

বার্তা সংস্থা এপি জানায়, এ ঘটনায় খনিতে আটকা পড়েছে আরও কয়েকজন শ্রমিক। দক্ষিণ-পশ্চিম সাইবেরিয়ার কেমেরোভো অঞ্চলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার বরাতে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানায়, লিটসভ্যাজনায়া খনিতে কয়লার ধুলা থেকে আগুন ছড়িয়ে পড়ায় এর অভ্যন্তরে পুরো জায়গা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে।

আগুন লাগার সময় খনিতে মোট ২৮৫ জন কর্মী ছিলেন। তাদের মধ্যে নিহতসহ ২৩৯ জনকে বাইরে বের করে আনা হয়েছে। তবে ৪৬ জন খনিশ্রমিক এখনো ভূগর্ভস্থ স্থানে আটক আছে।

কেমেরোভোর প্রদেশের গভর্নর সের্গেই সিভিলিওভ টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে জানান, আহত ৪০ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

আটকে পড়াদের উদ্ধার প্রচেষ্টা এখনো অব্যাহত রয়েছে। তবে অতিরিক্ত ধোঁয়ার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া খনিতে নিরাপত্তাবিধি লঙ্ঘনের অভিযোগে আগুন লাগার ঘটনার তদন্ত শুরু করেছে রাশিয়ার তদন্ত কমিটি।

Link copied!