লিবিয়া উপকূলে অভিবাসীপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ৫৭ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ২০ নারী ও দুজন শিশু রয়েছে।
রয়টার্স জানায়, স্থানীয় সময় সোমবার (২৬ জুলাই) এই দুর্ঘটনা ঘটে। নিহতরা নাইজেরিয়া, ঘানা ও গাম্বিয়ার নাগরিক ছিলেন বলে জানায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।
লিবিয়ার উপকূলীয় শহর খুমস থেকে অন্তত ৭৫ আরোহী যাত্রী নিয়ে রওনা করেছিল নৌকাটি। যান্ত্রিক ত্রুটির কারণে নৌকাটির ইঞ্জিন বন্ধ হয়ে ডুবে যায়। এখনো পর্যন্ত ডুবে যাওয়া যাত্রীদের লাশ উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে রয়টার্স।
সাম্প্রতিক সময়ে মহামারির প্রকোপে দেশে দেশে অর্থনৈতিক সংকটের কারণে অবৈধভাবে ইউরোপ যাত্রার প্রবণতা বেড়েছে। বাংলাদেশিসহ বিভিন্ন নিম্ন আয়ের দেশের নাগরিকরা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যেতে চেষ্টা করে প্রতি বছর। লিবিয়া ও তিউনিসিয়া উপকূল এই পথে ব্যবহার হয় সবচেয়ে বেশি।
এবছরের অবৈধভাবে ইউরোপ যাওয়ার সময় ভূমধ্যসাগরে ডুবে আট শতাধিক অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে।