• ঢাকা
  • মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২, ১০ সফর ১৪৪৬

মোরগ লড়াইয়ের মাঝে বন্দুক হামলা, নিহত ১৯


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৮, ২০২২, ০৭:৩৮ পিএম
মোরগ লড়াইয়ের মাঝে বন্দুক হামলা, নিহত ১৯

মেক্সিকোতে অবৈধ মোরগ লড়াইয়ের প্রতিযোগিতার মাঝে অতর্কিত হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় মিচোয়াকান রাজ্যে এই ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তাদের বরাতে এই খবর জানায় বিবিসি।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বন্দুকধারীরা লাস টিনাজাস সম্প্রদায়ের গ্রামে মোরগ লড়াই চলাকালীন গুলি চালায়। তবে এ হামলার মূল উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়।

নিহতদের মধ্যে ১৬ জন পুরুষ ও তিনজন নারী রয়েছেন। তারা সবাই গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ হামলায় আহত হয়েছেন আরও কয়েকজন।

তবে এ অঞ্চলে বেশ কয়েকটি অপরাধী চক্র সক্রিয় রয়েছে বলে জানা গেছে। সাম্প্রতিক সময়ে প্রতিদ্বন্দ্বী গ্রুপের সমাবেশে এ ধরণের হামলা খুবই সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে সেখানে।

বিগত মাসগুলোতে, মেক্সিকোর বিভিন্ন অঞ্চলে বন্দুকধারীরা শেষকৃত্য আর নৈশক্লাবগুলোকেও হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। এভাবেই যত বেশি সম্ভব প্রতিদ্বন্দ্বী দলের সদস্যদের হত্যার চেষ্টা করছে তারা।

 

Link copied!