• ঢাকা
  • শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ৩ মাঘ ১৪৩০, ১৮ রজব ১৪৪৬
নিরাপত্তা সতর্কতা

মার্কিন নাগরিকদের কাবুল বিমানবন্দর ত্যাগের নির্দেশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৮, ২০২১, ০৩:৪৯ পিএম
মার্কিন নাগরিকদের কাবুল বিমানবন্দর ত্যাগের নির্দেশ

জোড়া হামলার একদিন পর আবারও কাবুল বিমানবন্দরে নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। শনিবার (২৮ আগস্ট) মার্কিন নাগরিকদের দ্রুত বিমানবন্দর এলাকা ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

কাবুলে অবস্থিত মার্কিন দূতাবাস এই নির্দেশনা জারি করে। এতে মার্কিন নাগরিকদের বিমানবন্দরের প্রবেশদ্বারগুলোর কাছ থেকে সরে যেতে নির্দেশ দেওয়া হয়।

বৃহস্পতিবার বিমানবন্দরটির গেটের বাইরে বোমা হামলা চালানো হয়। এতে ১৩ মার্কিন সেনাসহ নিহত হন ১৭০ জন। হামলার দায় স্বীকার করে জঙ্গিগোষ্ঠী আইএস। হামলার আগে থেকেই ঝুঁকির আশঙ্কা জানিয়ে আসছিল পেন্টাগন।

বার্তা সংস্থা এএফপি জানায়, বিমানবন্দরের অ্যাবে গেট, পূর্ব গেট, উত্তর গেট ও নতুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়সংলগ্ন গেটের আশেপাশের এলাকায় নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা করা হচ্ছে। আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, ‘নিরাপত্তাজনিত হুমকির কারণে মার্কিন নাগরিকদের কাবুল বিমানবন্দর ও ফটকগুলো এড়িয়ে চলার নির্দেশনা দেওয়া হল।’

তবে নিরাপত্তা হুমকির ব্যাপারে বিস্তারিত কোন তথ্য জানায়নি মার্কিন দূতাবাসের।

Link copied!