• ঢাকা
  • সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৩ চৈত্র ১৪৩০, ১৬ রমজান ১৪৪৬

মরিসন ‘মিথ্যাবাদী’, বললেন ম্যাখোঁ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১, ২০২১, ০৪:৩৫ পিএম
মরিসন ‘মিথ্যাবাদী’, বললেন ম্যাখোঁ

অকাস চুক্তি নিয়ে দুই দেশের সম্পর্কের টানাপড়েনের মাঝেই ইতালির রোমে জি-২০ সম্মেলনে যোগ দিচ্ছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন।

সম্মেলনে সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে সাবমেরিন চুক্তি নিয়ে মরিসন মিথ্যা কথা বলেছেন বলে অভিযোগ করেন ম্যাখোঁ।

সেপ্টেম্বরে সঙ্গে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সঙ্গে অকাস চুক্তি করার জন্য ফ্রান্সের কাছ থেকে ১২টি সাবমেরিন কেনার জন্য স্বাক্ষরিত চার হাজার কোটি ডলারের চুক্তি বাতিল করে অস্ট্রেলিয়া।

জি২০ সম্মেলনে এক সাংবাদিক এই ইস্যুতে ম্যাখোঁকে প্রশ্ন করেন, “আপনি কি মনে করেন মরিসন মিথ্যার আশ্রয় নিয়েছিলেন?” জবাবে প্রেসিডেন্ট ম্যাখোঁ বলেন, “আমি মনে করি না, ‘আমি জানি’।”

এসময় এক অস্ট্রেলিয় সাংবাদিক জিজ্ঞাসা করেন আপনি কি মরিসনকে বিশ্বাস করেন?

এর উত্তরে ম্যাখোঁ বলেন, “তার (মরিসনের) কি উদ্দেশ্য আমরা সেদিকেই লক্ষ্য রাখছি। আপনাদের দেশের (অস্ট্রেলিয়ার) প্রতি আমার শ্রদ্ধা আছে। অস্ট্রেলিয়ার জনগণের জন্যেও আমাদের বন্ধুত্ব আছে। তবে কেউ আপনাকে সম্মান করলে, আপনাকে অবশ্যই তার সঙ্গে সত্য কথা বলতে হবে এবং সে অনুযায়ী আচরণ করতে হবে।”

অকাস চুক্তি নিয়ে সেপ্টেম্বরের দুদেশের কয়েক দফা বাগযুদ্ধ হয়। সেসময় ফরাসি পররাষ্ট্রমন্ত্রী চুক্তির প্রতিক্রিয়ায় বলেন, “এই চুক্তির মাধ্যমে অস্ট্রেলিয়া আমাদের বিশ্বাস ভেঙে দিয়েছে। আমাদের পেছন থেকে ছুরি মারা হয়েছে।”

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!