• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

মধ্যপ্রাচ্যে করোনার চতুর্থ ঢেউ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৩০, ২০২১, ০১:১৪ পিএম
মধ্যপ্রাচ্যে করোনার চতুর্থ ঢেউ

মধ্যপ্রাচ্যে করোনা সংক্রমণের চতুর্থ ঢেউ আছড়ে পড়েছে বলে আশঙ্কা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভারতে প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাসের ডেল্টা ধরনকে এই চতুর্থ ঢেউয়ের কারণ হিসেবে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা।

আনুষ্ঠানিক বিবৃতিতে জাতিসংঘ জানায়, ইরান, ইরাক, তিউনিসিয়া, লিবিয়াসহ ২২ দেশের মধ্যে ১৫টিতেই করোনার ডেল্টা ধরন ছড়িয়ে পড়েছে। যদিও আক্রান্তদের কেউই টিকা নেননি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মধ্যপ্রাচ্যে গত চার সপ্তাহ ধরেই প্রতি সপ্তাহে গড়ে ৩ লাখ মানুষ নতুন করে করোনা সংক্রমিত হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘের সংবাদমাধ্যম ইউএন নিউজ। সাপ্তাহিক গড় মৃত্যুহার প্রায় সাড়ে তিন হাজার।

শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যপ্রাচ্যবিষয়ক প্রধান আহমদ আল মান্দারি চতুর্থ ঢেউয়ের ভয়াবহতার কথা জানান। যদিও টিকা কর্মসূচির ধীরগতির কারণেই বিপর্যয় বাড়ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

Link copied!