• ঢাকা
  • বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৮ মাঘ ১৪৩০, ২৩ রজব ১৪৪৬

মডার্নার ‘বাতিল’ টিকায় জাপানে ২ জনের মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৮, ২০২১, ০৬:৩৪ পিএম
মডার্নার ‘বাতিল’ টিকায় জাপানে ২ জনের মৃত্যু

জাপানে মডার্নার টিকা নিয়ে দুই ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। দাবি করা হচ্ছে, মৃত ব্যক্তিরা দুজনেই ‘বাতিল’ টিকা নিয়ে মারা যান। তাদের দুজনের বয়স ৩০ বছরের উপর। 

শনিবার জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মডার্না কোভিড টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পর দুজনের মৃত্যু হয়েছে। তাদের মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।

বৃহস্পতিবার টিকায় দূষিত উপাদান শনাক্ত হওয়ার পর তিনটি চালান স্থগিত করে জাপান। দেশব্যাপী ৩টি টিকা কেন্দ্রে এই চালানের ১ লাখ ৬০ হাজার ডোজ মডার্নার টিকা পাঠানো হয়েছিল। পরে সেগুলো বাতিল করা হয়। টিকার মধ্যে ধাতব পদার্থের উপস্থিতি শনাক্ত হয়েছিল বলে জানায় রয়টার্স।

তবে মডার্না ও প্রতিষ্ঠানটির জাপানি পরিবেশক, টেকেডা ফার্মাসিউটিক্যাল কোম্পানি দাবি করছে টিকা নিয়ে ঐ দুই ব্যক্তির মৃত্যু হয়েছে এমন কোন প্রমাণ পাওয়া যায়নি।

যৌথ বিবৃতিতে তারা জানায়, “এই মুহুর্তে আমাদের কাছে এমন কোন প্রমাণ নেই যে এই মৃত্যুর পেছনে মডার্নার কোভিড ভ্যাকসিন দায়ী। টিকার সঙ্গে তাদের মৃত্যুর কোন যোগাযোগ আছে কিনা তা নির্ধারণের জন্য তদন্ত করা জরুরি।”

Link copied!