• ঢাকা
  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬

ভারতে শিথিল হলো মাস্ক পরার আইন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২, ২০২২, ০৪:১৯ পিএম
ভারতে শিথিল হলো মাস্ক পরার আইন

করোনার প্রকোপ কমায় ভারতের বিভিন্ন রাজ্যে স্বাস্থ্যবিধি শিথিল করা হচ্ছে। হিন্দুস্তান টাইমস জানায়, করোনাবিধি শিথিল হওয়ার সঙ্গে কয়েকটি রাজ্যে বাধ্যতামূলক মাস্ক পরার আইন তুলে নেওয়া হয়েছে।

এসব রাজ্যের মধ্যে রাজধানী দিল্লিসহ মহারাষ্ট্র ও তেলেঙ্গানা রয়েছে। এই তিন অঞ্চলে এখন থেকে মাস্ক পরা বাধ্যতামূলক নয়।

এর আগে দিল্লিতে মাস্ক না পরার জরিমানার কমিয়ে দেওয়া হয়। এবার সেটি পুরোপুরি বাতিল করা হচ্ছে। তবে জনাকীর্ণ পরিবেশে মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে।

পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণের হার বেশ কম হলেও মাস্ক পরার আইন তুলে নেওয়া হয়নি। যদিও করোনাবিধি অনেকটাই শিথিল করা হয়েছে।

তবে সরকারের এমন সিদ্ধান্ত নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে দ্বিমত রয়েছে। অনেকে বলছেন, করোনা সংক্রমণের হার খুব কম থাকায় মাস্ক বাধ্যতামূলক রাখার প্রয়োজন নেই। তবে কেউ কেউ বলছেন, যেহেতু পৃথিবীর বহু দেশে আবার করোনা সংক্রমণ বাড়ছে, সে ক্ষেত্রে মাস্কের নিয়ম শিথিল করা মানে বিপদ ডেকে আনা।

Link copied!