• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

ভারতের সেবা বন্ধ করছে মাস্টারকার্ড


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ০৮:১৬ পিএম
ভারতের সেবা বন্ধ করছে মাস্টারকার্ড

বিশ্বখ্যাত আর্থিক লেনদেন পরিসেবা দানকারী প্রতিষ্ঠান মাস্টারকার্ড ভারতে তাদের সেবা বন্ধ করার ঘোষণা দিয়েছে।

ভারতের কেন্দ্রীয় ব্যাংক গ্রাহকদের তথ্য সংরক্ষণের নীতিমালা লঙ্ঘনের অভিযোগ আনায় এ সিদ্ধান্ত নেয় মাস্টারকার্ড। তবে আগে থেকে যারা ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার করছেন তাদের সেবা বন্ধ হবে বলে আশ্বস্ত করা হয়েছে।

বিবিসি জানায়, ভারতের রিজার্ভ ব্যাংক ডেটা স্টোরেজ আইন লঙ্ঘনের অভিযোগ করেছে মাস্টারকার্ডের বিরুদ্ধে। প্রতিষ্ঠানটির দাবি, গ্রাহকদের সকল তথ্য ভারতের অভ্যন্তরে সংরক্ষণের শর্ত থাকলেও তা মানছে না প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে কোন আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি তারা। তবে ২২ জুলাই থেকে ভারতে নতুন গ্রাহকদের ডেবিট, ক্রেডিট বা প্রিপেইড কার্ড সেবা প্রদান করা হবে না বলে ঘোষণা দিয়েছে মাস্টারকার্ড।

Link copied!