• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

প্রতি মিনিটে করোনায় ৭ ও দুর্ভিক্ষে ১১ মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ১২:৫৩ পিএম
প্রতি মিনিটে করোনায় ৭ ও দুর্ভিক্ষে ১১ মৃত্যু

মহামারীর প্রকোপে বিশ্বে দুর্ভিক্ষ বেড়েছে ৬ গুণ। সম্প্রতি আন্তর্জাতিক সংস্থা অক্সফামের প্রকাশিত ‘দ্য হাঙ্গার ভাইরাস মাল্টিপ্লাইস’ গবেষণা প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

এতে আরও উল্লেখ করা হয় গত এক বছর ধরে প্রতি মিনিটে করোনায় গড়ে ৭ জনের মৃত্যু হচ্ছে। আর দুর্ভিক্ষজনিত কারণে ক্ষুধায় মৃত্যু হচ্ছে মিনিটে ১১ জনের।

বার্তা সংস্থা এএফপি জানায়, গত বছর জুলাইতে করোনার প্রাদুর্ভাব বিশ্বে খাদ্যাভাব সৃষ্টি হতে যাচ্ছে বলে সতর্ক করেছিল অক্সফাম। প্রতিবেদনে বলা হয়, করোনার প্রভাবে সৃষ্ট আর্থসামাজিক সংকটে প্রতিদিন ১২ হাজার মানুষ ক্ষুধায় মারা যেতে পারে।

খাবারের অভাবে বিশ্বে একজনের মৃত্যু হলেও সেটি অনেক বড় দুশ্চিন্তার বিষয় বলে উদ্বেগ জানান অক্সফামের প্রধান নির্বাহী আবি ম্যাক্সম্যান।

Link copied!