• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

পুলিশ হেফাজতে মৃত্যু, আসানসোলে তোলপাড়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ০২:২৮ পিএম
পুলিশ হেফাজতে মৃত্যু, আসানসোলে তোলপাড়

বন্দিমৃত্যুর ঘটনায় রণক্ষেত্র হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের আসানসোল শহর।

সোমবার রাতে স্থানীয় এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ থনায় নিয়ে যাওয়ার পর মঙ্গলবার তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ ফাঁড়িতে ভাঙচুর ও গাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, মঙ্গলবার সকালে ফাঁড়িতে গিয়ে নিহত আরমানের আত্মীয়রা জানতে পারেন, তিনি অসুস্থ হয়ে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি আছেন। তবে হাসপাতালে গিয়ে আরমানের মৃত্যুর খবর পান তারা। এরপরই ক্ষুব্ধ হয়ে ওঠে এলাকাবাসী।

আরমানের মৃত্যুর খবর জানাজানি হওয়ার শহরের বিভিন্ন অংশে বিক্ষোভ হয়। বরাকর পুলিশ ফাঁড়িতে হামলা করে স্থানীয়রা হয়। ফাঁড়ি সিসি ক্যামেরা ভেঙে ফেলা হয় ও পুলিশের গাড়িতেও আগুন দেওয়া হয়। এসময় শহরের যান চলাচলও বন্ধ হয়ে যায়।

ওই ঘটনায় বরাকরের পুলিশ কর্মকর্তা অমরনাথ দাস এবং প্রশান্তকুমার পালকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানায় আনন্দবাজার। নিহতের আত্মীয়দের অভিযোগ এর আগেও পুলিশ তাকে হয়রানি করেছে।

Link copied!