• ঢাকা
  • সোমবার, ০৪ আগস্ট, ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২, ১০ সফর ১৪৪৬

নেপালে ২২ আরোহীসহ বিমান নিখোঁজ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ২৯, ২০২২, ০১:৪৪ পিএম
নেপালে ২২ আরোহীসহ বিমান নিখোঁজ

নেপালে ২২ আরোহী নিয়ে একটি বিমান নিখোঁজ হয়েছে। বেসরকারি প্রতিষ্ঠান পরিচালিত বিমানটি রোববার স্থানীয় সময় সকাল ৯টা ৫৫ মিনিটে নিখোঁজ হয়।

বিমান ও সরকারি কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স বলছে, বিমানটি পর্যটক এলাকা পোখারা থেকে জমসন যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করে। নিখোঁজ বিমানের পরিচালনাকারী প্রতিষ্ঠানের নাম তারা এয়ার। ধারণা করা হচ্ছে, এটি কানাডিয়ান নির্মিত ওটার প্ল্রেন।

সিএনএন বলছে, বিমানে ১৯ জন যাত্রী ও তিনজন ক্রু ছিলেন। নিখোঁজ বিমানের সন্ধানে সহায়তা করার জন্য নেপালী সেনাবাহিনীকে নির্দেশনা দিয়েছে সরকার।

এয়ারলাইন্সের এক মুখপাত্র জানান, বিমানটিতে চার ভারতীয় ও আরও দু‍‍`জন অন্য দেশি নাগরিক ছিলেন।

বিশ্বের সর্বোচ্চ পর্বতের আবাসস্থল নেপাল। দেশটিতে অভ্যন্তরীণ বিমান দুর্ঘটনার রেকর্ড রয়েছে। পরিবর্তনশীল আবহাওয়াসহ নানা কারণে নেপালে প্রায় সময় বিমান দুর্ঘটনা ঘটে।

Link copied!