• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ ১৪৩২, ২৫ জমাদিউস সানি ১৪৪৭

থাইল্যান্ড টিকার মিশ্র ডোজের ব্যবহার শুরু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ১২:৪২ পিএম
থাইল্যান্ড টিকার মিশ্র ডোজের ব্যবহার শুরু

করোনার ভিন্ন ধরনের সংক্রমণের ফলে অনেক টিকাই কাজ করছে না বলে ধারণা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে টিকার মিশ্র ডোজ ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে থাইল্যান্ড।

রোববার নতুন ভ্যাকসিন নীতি গ্রহণ করেছে দেশটি। চীনের টিকার সঙ্গে বাড়তি সুরক্ষা পেতে ভিন্ন টিকা মিশ্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাড়তি সুরক্ষা পেতে দ্বিতীয় ডোজে যুক্তরাজ্যের অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের ডোজ ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বিবিসি জানায়, সিনোভ্যাকের দুই ডোজ টিকা দেওয়ার পরেও দেশটিতে কয়েকশো চিকিৎসাকর্মী করোনা আক্রান্ত হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হল। এমনকি যেসব স্বাস্থ্যকর্মীরা ইতিমধ্যে সিনোভ্যাকের সম্পূর্ণ ডোজ নিয়েছেন তাদেরও তৃতীয় একটি বুস্টার ডোজ দেওয়া হবে।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!