• ঢাকা
  • বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ২৯ মাঘ ১৪৩০, ১৩ শা'বান ১৪৪৬

ত্রিপুরায় তৃণমূলের ওপর হামলা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৭, ২০২১, ০৫:৫৮ পিএম
ত্রিপুরায় তৃণমূলের ওপর হামলা

পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের যুব নেতা-নেত্রীদের ওপর হামলার অভিযোগ করেছে দলটির নেতাকর্মীরা। কেন্দ্রের সরকার দল বিজেপিকে দায়ী করছেন তারা। 

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, হামলায় তৃণমূল কংগ্রেসের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা এবং জয়া দত্ত আহত হন। এ হামলার নিন্দা জানিয়ে টুইট করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

অভিষেক বলেন, “এই অত্যাচার অমানবিকতার প্রমাণ। ত্রিপুরায় তৃণমূল এক ইঞ্চিও জমি ছাড়বে না।”

টুইটারে অভিষেকের শেয়ার করা ছবিতে দেখা যায় সুদীপ রাহা মাথা ফেটে গিয়েছে। জয়ারও গাল কেটে গিয়েছে। এছাড়াও গাড়িও ভাঙচুর করেছে হামলাকারীরা। 

ধর্মনগরে যাওয়ার পথে তাদের উপর চড়াও হয় দুষ্কৃতীরা। অভিযোগ রয়েছে প্রথমে গাড়িতে ইট মারা হয়। পরে লাঠি ও রড নিয়ে হামলা চলে।

এর আগে ত্রিপুরায় করোনাকালীন স্বাস্থ্যবিধির অযুহাতে প্রশান্ত কিশোরের সংস্থার কর্মীদের হোটেলে আটকে রাখার অভিযোগ ওঠে। সেসময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িবহরেও হামলার ঘটনাও ঘটে।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!