স্ত্রী মমতাজকে উৎসর্গ করে গড়ে তোলা মুঘল সম্রাট শাহজাহানের তৈরি স্মৃতিসৌধটি আদতে হিন্দু মন্দির ছিল বলে দাবি করেছেন ভারতের উত্তর প্রদেশের এক বিজেপি নেতা। রহস্য উদঘাটনের আর্জি জানিয়ে এলাহাবাদ হাইকোর্টে পিটিশন দাখিল করেছেন তিনি।
এনডিটিভি জানায়, বিজেপির অযোধ্যা ইউনিটের মিডিয়া ইনচার্জ রজনীশ সিং হাইকোর্টের লক্ষ্নৌ বেঞ্চের রেজিস্ট্রিতে শনিবার এই রিট পিটিশন করেছেন। আবেদনটি রেজিস্ট্রি পাসের পর শুনানির জন্য আদালতে তোলা হবে।
সংবাদমাধ্যমকে রজনীশ বলেন, “পিটিশনে আমি দাবি করেছি যে এই স্মৃতিস্তম্ভের কক্ষের ২২টি বন্ধ দরজা সবার জন্য খুলে দেওয়া উচিত, তার ভেতরে যা-ই থাকুক না কেন।”
যোগী আদিত্যনাথের রাজ্যে ইসলামি স্থাপত্য ঘিরে এর আগেও মামলা হয়েছে। এবার তাদের দাবি আগ্রার তাজমহলটি আসলে ‘তেজো মহালয় মন্দির’।
উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলো দীর্ঘদিন ধরেই তাজমহলকে ‘তেজো মহালয়’ নামের শিব মন্দির বলে দাবি করে আসছিল। রজনীশ সিং তার আবেদনেও এই সৌধের ইতিহাস জানতে আর্কিয়োলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার (এএসআই) অধীনে তদন্ত রিপোর্ট পেশ করার দাবি করেছেন।



















-20251222091605.jpeg)



















