• ঢাকা
  • মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২, ১৯ মুহররম ১৪৪৬

টিকা পেল ভারতের ১০০ কোটি মানুষ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২১, ২০২১, ০৬:১১ পিএম
টিকা পেল ভারতের ১০০ কোটি মানুষ

জানুয়ারিতে টিকা কার্যক্রম শুরুর পর ১০০ কোটি টিকাদানের লক্ষ্যমাত্রা অর্জন করল দক্ষিণ এশিয়ার সবচেয়ে জনবহুল দেশ ভারত। 

১৬ জানুয়ারি করোনার প্রথম টিকা দেওয়া হয় ভারতে। এই মাইলফলক অর্জন করতে ২৭৮ দিনে লেগেছে দেশটির।

বিবিসি জানায়, ভারতের মোট জনসংখ্যার ৭০ কোটি মানুষ প্রথম ডোজ পেয়েছে। প্রায় ৩০ শতাংশ বা ২৯ কোটি ১০ লাখ মানুষ টিকা পুরো ডোজ পেয়েছে।

ভারত ২০২১ সালের মধ্যে ১০০ কোটি মানুষকে ২ ডোজ টিকা দেওয়ার ঘোষণা দিলেও বিশেষজ্ঞরা বলছেন এই লক্ষ্যমাত্রা পূরণে টিকাদান কার্যক্রম আরও গতিশীল করতে হবে।

বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে ১০০ কোটি জনগণকে টিকা দিল ভারত। এর আগে জুনে এই মাইলফলক অতিক্রম করে চীন।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) ১০০ কোটি টিকাকরণে কৃতিত্বের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস অ্যাডানম।

বৃহস্পতিবার সকালে ১০০ কোটি টিকাকরণ সম্পূর্ণ হতেই টুইট করেন মোদি। টিকাকরণ সফল করার জন্য চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান তিনি।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!