• ঢাকা
  • বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ২৮ মাঘ ১৪৩০, ১৩ শা'বান ১৪৪৬

শিক্ষকদের আগে টিকা দিন: ডব্লিউএইচও


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৩১, ২০২১, ১০:৩৫ এএম
শিক্ষকদের আগে টিকা দিন: ডব্লিউএইচও

কোভিড-১৯-এর টিকা প্রাপ্তির ক্ষেত্রে শিক্ষকদের প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও ইউনিসেফ। যৌথ বিবৃতিতে জাতিসংঘের সংস্থা দুটি জানায়, টিকাদানের সময় শিক্ষক ও স্কুল কর্মকর্তাদের প্রাধান্য দেওয়া উচিত।

গ্রীষ্মের ছুটির পর অনেক দেশেই স্কুলগুলো খোলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তাই মহামারি চলাকালীন স্কুলগুলো খোলা রাখার জন্য আগে শিক্ষক ও স্কুল কর্মকর্তাদের সুরক্ষা নিশ্চিত করার প্রয়োজন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

ডব্লিউএইচওর ইউরোপীয় অঞ্চলের পরিচালক হ্যানস ক্লুগে বলেন, করোনার কারণে ইতিহাসের সবচেয়ে বড় বাধার সম্মুখীন হয়েছে শিক্ষাব্যবস্থা। তাই সবার শিক্ষার অধিকার নিশ্চিত করার লক্ষ্যে ও শিশুদের মেধা বিকাশের জন্য স্কুল খোলা খুবই জরুরি।

করোনার মোকাবিলায় ১২ বছরের বেশি বয়সী শিশুদের আগে টিকাদানের আওতায় আনা উচিত বলে মনে করছে ডব্লিউএইচও। আর শারীরিক জটিলতা শিশুদের টিকা প্রাপ্তিতে অগ্রাধিকার দিতেও জোর দিয়েছে সংস্থাটি। একই সঙ্গে মহামারির ঝুঁকি এড়াতে স্কুলের পরিবেশ উন্নত করতে ও স্বাস্থ্য সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

এছাড়া বিবৃতিতে করোনার ঝুঁকিতে জনগণকেও টিকার আওতায় আনার বিষয়টিও নিশ্চিত করতে পরামর্শ দেওয়া হয়।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!