• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৫ জমাদিউস সানি ১৪৪৬

চীনের অলিম্পিক বয়কট করল মার্কিন কূটনীতিকরা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২১, ০২:৪৬ পিএম
চীনের অলিম্পিক বয়কট করল মার্কিন কূটনীতিকরা

২০২২ সালে চীনে অনুষ্ঠিত হতে যাওয়া শীতকালীন অলিম্পিকে কোন কূটনীতিক না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার এক ঘোষণায় বাইডেন প্রশাসন জানায়, মার্কিন কর্মকর্তারা বেইজিং অলিম্পিকে অংশ নেবেন না।

যুক্তরাষ্ট্রের এই কূটনৈতিক বয়কটের বিরুদ্ধে ‘পাল্টা ব্যবস্থা’ নেওযার হুঁশিয়ারি দিয়েছে চীন। সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, “চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা ও সহযোগিতাকে যাতে প্রভাবিত না হয, সেই দিকে যুক্তরাষ্ট্রকে নজর দিতে হবে। যুক্তরাষ্ট্র যদি ইচ্ছাকৃতভাবে বয়কটের সিদ্ধান্ত নেয়, তবে চীনও পাল্টা পদক্ষেপ নিবে।”

নভেম্বরে চীনে সংখ্যালঘু উইঘুর মুসলিমদের গণহত্যার অভিযোগ তুলে কূটনৈতিক বয়কটের কথা বিবেচনা করা হচ্ছে বলে জানায় ওয়াশিংটন। ধারণা করা হচ্ছে, জিনজিয়াং প্রদেশে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ জানাতেই এ সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

তবে কূটনীতিকরা না গেলেও মার্কিন প্রতিযোগীরা বেইজিংয়ের শীতকালীন অলিম্পিকে অংশ নিতে পারবেন। প্রশাসনিক কর্মকর্তা না পাঠালেও খেলোয়াড় সব রকম সাহায্য করার আশ্বাস দিয়েছে বাইডেন প্রশাসন। 

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!