তালেবানের সহপ্রতিষ্ঠাতা মোল্লা আবদুল গনি বারাদারের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক উইলিয়াম জে বার্নস। সোমবার কাবুলে বৈঠক করেন তারা। মার্কিন কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানায় সিএনএন।
১৫ আগস্ট আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর তালেবানের সঙ্গে প্রথম মার্কিন প্রতিনিধির বৈঠক এটি। নাম প্রকাশ করতে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাতে মার্কিন সংবাদমাধ্যমগুলো জানায়, এই বৈঠকে কাবুল থেকে মার্কিন সেনা প্রত্যাহার ও নাগরিকদের দ্রুত ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা হয়েছে।
সিএনএনের খবরে বলা হয়, ৩১ আগস্টের মধ্যে সেনা ও নাগরিকদের দেশে ফিরিয়ে আনার ব্যাপারে জোর দিচ্ছেন উইলিয়াম জে বার্নস। যদিও বৈঠকের বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি বা মন্তব্য করেনি সিআইএ।
মঙ্গলবার (২৪ আগস্ট) ওয়াশিংটন পোস্টের খবরে এই বৈঠকের তথ্য ফাঁস হয়। প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশনায় অনুষ্ঠিত এই বৈঠকের মধ্যস্থতা করেছে কাতার সরকার।
২০১০ সালের ফেব্রুয়ারিতে খোদ সিআইএ ও পাকিস্তান যৌথ অভিযান চালিয়ে বারাদারকে আটক করে। ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের অনুরোধেই তাকে মুক্তি দেয় পাকিস্তান সরকার। এরপর থেকে কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র ও বিদ্রোহী গোষ্ঠীটির মধ্যে শান্তি আলোচনায় সমঝোতাকারী হিসেবে কাজ করেন তালেবানের রাজনৈতিক শাখার প্রধান বারাদার।


































