সরষের মধ্যে ভুত - এই প্রবাদের সত্যতা প্রমাণ করলেন ভারতের এক এটিএম চোর।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, এপ্রিলের মাঝামাঝি সময়ে পশ্চিমবঙ্গের বারুইপুরের রামনগর এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম ভেঙে প্রায় সাত লক্ষ রুপি লুট হয়। পরে ব্যাংকের পক্ষ থেকে দায়ের হয় লিখিত অভিযোগ।
সেই অভিযোগের তদন্তে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। পুলিশ জানায়, ওই এটিএমের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা বেসরকারি সংস্থার এক প্রকৌশলীই এই চুরির ঘটনায় জড়িত ছিলেন।
চন্দনেশ্বরের বাসিন্দা বাপ্পা মণ্ডল। এটিএমের চাবি এবং ভল্টের পাসওয়ার্ড জানতেন তিনি। কয়েক বছর আগে তিনি স্ত্রীকে নিয়ে সোনারপুরের শীতলায় বাড়ি ভাড়া নেন বাপ্পা।
গত কয়েকদিন ধরেই বাপ্পার গতিবিধি নজরে রেখছিল পুলিশ। অবশেষে পুলিশের জিজ্ঞাসাবাদে নিজের অপরাধ শিকার করেন তিনি।
সোনারপুরের থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে নগদ দুই লক্ষ রুপি। যদিও বাপ্পার দাবি, অন্তঃসত্ত্বা স্ত্রীর চিকিৎসার জন্য প্রচুর টাকার প্রয়োজন। তাই বাধ্য হয়ে চুরির পথ বেছে নেন তিনি।
