• ঢাকা
  • রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩০, ১৭ শা'বান ১৪৪৬

ইরানের ক্ষমতায় ইব্রাহিম রাইসি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৪, ২০২১, ০১:১০ পিএম
ইরানের ক্ষমতায় ইব্রাহিম রাইসি

ইরানের প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট সায়্যিদ ইবরাহিম রাইসি। স্থানীয় সময় মঙ্গলবার তাকে শপথ গ্রহণের অনুমোদন দেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনী।

ইরানের সংবাদমাধ্যম পার্স টুডে জানায়, রাজধানী তেহরানে এক অনুষ্ঠানের মাধ্যমে ক্ষমতা গ্রহণ ইব্রাহিম রাইসি। আগামী চার বছরের জন্য দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

প্রেসিডেন্ট ড. হাসান রুহানির ক্ষমতার মেয়াদ শেষ হওয়ার পর ১৮ জুন ইরানের প্রেসিডেন্ট নির্বাচন হয়। এতে বিপুল ভোটে জয় পেয়ে নির্বাচিত হন রাইসি। স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুর রেজা রাহমানি ফাজলি ১৮ জুন ভোটের ফল নিশ্চিত করেন।

গত দুই মেয়াদে আট বছর প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা হাসান রুহানির স্থলাভিষিক্ত হচ্ছেন বিচার বিভাগের সাবেক প্রধান ইব্রাহিম রাইসি। বৃহস্পতিবার ইরানের জাতীয় সংসদে আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন নতুন প্রেসিডেন্ট।

Link copied!