পূর্ব আফ্রিকার দারিদ্র্যপীড়িত দেশ ইথিওপিয়ায় টাইগ্রে বিদ্রোহীদের ঠেকাতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
দ্য গার্ডিয়ান জানায়, উত্তরাঞ্চলের বিদ্রোহী গোষ্ঠী টাইগ্রে পিউপিলস লিবারেশন ফ্রন্টের (টিপিএলএফ) সদস্যরা দেশটির বেশ কয়েকটি শহর দখলের দাবি করার পরই জরুরি অবস্থা জারির এই ঘোষণা এসেছে। স্থানীয় সময় মঙ্গলবার এ ঘোষণার আগে রাজধানীতে স্বাভাবিকভাবে মানুষের চলাচল ছিল।
ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা দখলে অগ্রসর হন চিন্তাভাবনা করছেন উত্তরের টাইগ্রে অঞ্চলের বিদ্রোহীরা।তারা উত্তরাঞ্চলের আরও কিছু অঞ্চলের নিয়ন্ত্রণে এনেছেন।
এ ঘটনার পরই দেশটির কর্তৃপক্ষ মঙ্গলবার নিরাপত্তা সতর্কতার একটি নতুন নির্দেশনা জারি করেছে। টাইগ্রে বিদ্রোহীদের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিতে দেশের নাগরিকদের প্রতি অনুরোধ করেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ। তিনি স্থানীয় বাসিন্দাদের নিজ নিজ এলাকা রক্ষার জন্য প্রস্তুতি নিতে বলেন।
এছাড়া আদ্দিস আবাবায় অবস্থান করা মার্কিন নাগরিকদের দেশ ছেড়ে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছে মার্কিন দূতাবাস। পাশাপাশি রাজধানী ত্যাগ করার জন্য সব কর্মীদের জন্য ভ্রমণ সীমাবদ্ধও করা হয়েছে।
এদিকে টিপিএলএফ বলছে, বর্তমানে তারা রাজধানী আদ্দিস আবাবা থেকে প্রায় ৩৮০ কিলোমিটার দক্ষিণের এক শহরের অবস্থান করছে। তারা ওই এলাকা দখলে নিয়েছে। রাজধানী অভিমুখে যাত্রার প্রস্তুতি চলছে।
প্রায় এক বছর ধরেই টাইগ্রে অঞ্চলে টিপিএলএফ বিদ্রোহীদের সঙ্গে সরকারি বাহিনীর বিরোধ চলছে। একের পর এক সংঘাতে দেশটিতে মানবিক বিপর্যয় নেমে এসেছে। এই সংঘাতে উভয় পক্ষের প্রতি অস্ত্রবিরতির আহ্বান জানায় যুক্তরাষ্ট্র। এতেও অস্ত্রবিরতি সম্ভব হয়নি।




-20251027102457.jpeg)






























