আফগানিস্তানের রাজধানী কাবুলে ঈদ্গাহ মসজিদে হামলায় নিহত হয়েছেন অন্তত দুইজন। আহত হয়েছে আরও তিনজন।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের বরাতে আল-জাজিরা জানায়, বিস্ফোরণে হতাহত সবাই বেসামরিক নাগরিক। যদিও হামলার সময় মসজিদে তালেবান মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদের মায়ের জন্য দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছিল। তবে এতে তালেবানের কোন সদস্য আহত হয়নি।
হতাহতদের অ্যাম্বুলেন্সে করে শাহর-ই-নও এলাকার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চারজন রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।
তাৎক্ষণিকভাবে হামলার দায় স্বীকার করেনি কেউ। তবে আগস্টে আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকেই দেশটিতে তালেবানের সঙ্গে স্থানীয় আইএস যোদ্ধাদের সংঘর্ষ বেড়েছে। তাই এসব হামলার পেছনেও আইএসের সম্পৃক্ততা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পূর্বাঞ্চলীয় নানগারহারে প্রদেশেও আইএসের সঙ্গে তালেবানের একাধিকবার লড়াইয়ের খবর পাওয়া গেছে। যদিও দেশটিতে আইএস এর কোন অস্তিত্ব নেই বলে দাবি করছে তালেবান নেতারা।