• ঢাকা
  • শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫, ২৫ মাঘ ১৪৩০, ১০ শা'বান ১৪৪৬

অক্সিজেনের অভাবে ৬৩ রোগীর মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ০২:৩২ পিএম
অক্সিজেনের অভাবে ৬৩ রোগীর মৃত্যু

করোণার ডেল্টা ধরণের প্রকোপে ভেঙে পড়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার স্বাস্থ্য ব্যবস্থা। 

দেশটিতে প্রতিদিন শনাক্ত হচ্ছে ২৫ হাজারের বেশি রোগী। ভয়েজ অব অ্যামেরিকার খবরে বলা হয়, সম্প্রতি অক্সিজেনের অভাবে একই হাসপাতালে মৃত্যু হয়েছে ৬৩ জনের। এই পরিস্থিতিকে যুদ্ধাবস্থার সঙ্গেও তুলনা করেছেন অনেকে।

এমন পরিস্থিতিতে রোগীদের অগ্রাধিকার দিয়ে জরুরি ভিত্তিতে অক্সিজেন সরবরাহ বাড়াতে প্রস্তুতকারদের প্রতি নির্দেশ দিয়েছে সরকার। 

এ পর্যন্ত ইন্দোনেশিয়ায় করোনা আক্রান্ত হয়েছে প্রায় ২৩ লাখ মানুষ। মোট মৃত্যু হয়েছে ৬০ হাজার করোনা রোগীর। 

Link copied!