• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ভালোবাসার মসলিন


শিরীণ আক্তার
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২২, ০১:৫৬ পিএম
ভালোবাসার মসলিন

সেদিন আড়াই হাজারের পথে আমাকে সাথে করে ছুটে চলেছিল তোমার দু’চাকার বাহন,
শিক্ষাসমাপনীর গবেষণামূলক কাজে জামদানি পল্লী ও তার বিবরণ নিয়েই ছিল আমাদের সারাদিনের সফর।
পল্লীতে প্রবেশেই চোখে পড়ে মাড় দেয়া রঙে রাঙানো রোদে রাখা নানা বর্ণের সুতা , 
একপাশে চরকায় সুতাকাটা 
আর তাঁতে মাকু চালানোর খটাখট সুর 
জ্যাকার্ড তাঁতে ফুটে ওঠে তার হরেক রকম জ্যামিতিক নকশা।
তাঁতিদের জীবনযাপনের নানা চড়াই-উৎরাই খাতায় লিপিবদ্ধ করে বাড়ি ফেরার পথ ধরি,
সাদাসিধে তাদের জীবনের মতোই মোটা চালের ভাত ডাল ডিম সবজির কারিতে পথেই দুপুরের আহার সেরেছিলাম।
অনেক প্রস্তুতি নিয়ে অনেকটা পথ পাড়ি দিয়ে টানা ও পড়েন সুতোর সাদাসিধে বুননে তৈরি হয় মোহনীয় সে শাড়ি 
অথচ আমাদের টানাপোড়েনের জীবনে একসাথে জামদানি জমিন আর বোনা হলো না,
সম্পর্কটা শেষ পর্যন্ত হয়ে উঠল ভালোবাসার ভালোলাগার বিলুপ্তপ্রায় মসলিন।

Link copied!