• ঢাকা
  • শনিবার, ০২ ডিসেম্বর, ২০২৩, ১৭ অগ্রহায়ণ ১৪৩০, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৫

শুকনো পাতা


নাহিমুর রহমান সাকিল
প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৩, ০৩:২৩ পিএম
শুকনো পাতা

যে পাতা বাতাসেতে নড়েচড়ে 
 খাল, ডোবা পানিতে ভাসে
    এই পাতা, সেই পাতা
যে পাতায় যায় না লেখা 
আবার শক্ত করে যায় না ধরা 
   যদি কেউ ধরে আঁকড়ে 
তখনি মচমচ করে ভাঙে

এ পাতা থাকে সবার অগোচরে 
   কারও চোখে নাহি পড়ে 
   যদি কখনো ভুলে পড়ে
তখনি ওই সব কাণ্ড ঘটে

ওহ... এ পাতারই সনে মিল 
   ঐ মিনি খালার দিন

Link copied!