• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

১৮ বছর পর ধানুশ-ঐশ্বর্য রজনীকান্তের ডিভোর্স!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২২, ০৯:৫৯ এএম
১৮ বছর পর ধানুশ-ঐশ্বর্য রজনীকান্তের ডিভোর্স!

বিয়ের প্রায় ১৮ বছর পর বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তামিল সুপারস্টার ধানুশ ও তার স্ত্রী ঐশ্বর্য রজনীকান্ত। সোমবার (১৭ জানুয়ারি) রাতে এক টুইট বার্তায় এই সিদ্ধান্তের কথা জানান জনপ্রিয় এই দম্পতি। 

এনডিটিভি খবরে জানা যায়, ভারতীয় কিংবদন্তি অভিনেতা রজনীকান্তের বড় মেয়ে ঐশ্বর্যের সঙ্গে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন ধানুশ। ভক্তদের শুভ কামনা চেয়ে টুইট বার্তায় ধানুশ নিজেই বিষয়টি জানিয়েছেন।

ধানুশ টুইট বার্তায় লেখেন, ‘বন্ধু, দম্পতি, বাবা-মা এবং একে অপরের শুভাকাঙ্ক্ষী হিসেবে আমাদের ১৮ বছরের পথচলা। এই যাত্রা লম্বা হয়েছে বোঝাপড়া, সামঞ্জস্য এবং মানিয়ে নেওয়ায়। আজ আমরা এমন এক জায়গায় দাঁড়িয়েছি, যেখানে আমাদের পথ আলাদা। ঐশ্বর্য এবং আমি দম্পতি হিসাবে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি...।’

ভক্তদের উদ্দেশে টুইটারে একই বার্তা দিয়েছেন ঐশ্বর্য রজনীকান্তও। বিচ্ছেদের এই সিদ্ধান্তকে সম্মান করার জন্য় ভক্তদের প্রতি অনুরোধ করেছেন তিনি।

২০০৪ সালে ধানুশ ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা রজনীকান্তের মেয়ে ঐশ্বর্যকে বিয়ে করেন। ২০০৬ ও ২০১০ সালে তাদের ঘরে দুটি ছেলে সন্তানের জন্ম হয়।

Link copied!