সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি সালমান খান এবং সোনাক্ষী সিনহার একটি ছবি ভাইরাল হয়। যেখানে দু'জনকেই দেখা গিয়েছিল বিয়ের সাজে। যা নিয়ে নেটিজেনে ভক্তরা সালমান-সোনাক্ষীকে বিয়ের শুভেচ্ছা জানাতে শুরু করেন। যা দেখে বেজায় বিরক্ত সোনাক্ষী। যারা ছবিটি সত্যি মনে করেছিলেন তাদের ‘নির্বোধ’ বলেছেন অভিনেত্রী।
ভাইরাল ওই ছবিতে দেখা যায় বলিউড ভাইজান আংটি পরিয়ে দিচ্ছেন সোনাক্ষী সিনহার হাতে। বেইজ রঙের জ্যাকেটে দেখা যায় সালমানকে। আর সোনাক্ষী পরেছেন লাল শাড়ি।
এমন একটি ছবিটিতে সোনাক্ষী মন্তব্য করেন, ‘আপনারা কি এতই মাথা মোটা আসল আর নকল ছবির মধ্যে পার্থক্য ধরতে পারেন না।’ সঙ্গে বেশ কয়েকটা হাসির ইমোজিও দেন।
সোশ্যাল মিডিয়ায় একাধিক অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছিল বিয়ের ওই ছবি। যেখানে নানা ধরনের দাবিও জানানো হয়েছিল। কারও মত ছিল এই বিয়ে হয়েছে দুবাইতে। কেউ দাবি করেছিল মুম্বইতেই দ্রুত সব আয়োজন হয়েছিল।
সালমান খানের হাত ধরেই ২০১০ সালে ‘দাবাং’ ছবি দিয়ে বলিউডে পা রাখেন সোনাক্ষী। দাবাং সিরিজের সিনেমায় কাজ করার পাশাপাশি তিনি ‘লুটেরা’, ‘আর রাজকুমার’, ‘রাওডি রাঠোর’-এর মতো ছবিতেও কাজ করেছেন।