• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

সদস্যপদ ফেরত পেলেন শিল্পী সমিতির ১৮৪ সদস্য


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২২, ০৭:৫৪ পিএম
সদস্যপদ ফেরত পেলেন শিল্পী সমিতির ১৮৪ সদস্য

বিদায়ী চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান ক্ষমতায় থাকার সময়ে ১৮৪ জন চলচ্চিত্র শিল্পী তাদের ভোটাধিকার হারান।

এরপর এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে যায় বাদ পড়া শিল্পীরা। তাদের পক্ষে ১৮ জন শিল্পী আদালতে মামলা করেছিলেন।

মঙ্গলবার (১১ জানুয়ারী) আদালত সেই মামলার রায় শিল্পীদের পক্ষে দিয়েছে। ফলে শিল্পী সমিতির নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগে আর কোন বাঁধা রইল না।  

এ উপলক্ষে ওই বাদ পড়া শিল্পীরা এফডিসিতে আনন্দ মিছিল করেন। রায়ে সন্তুষ্টি প্রকাশ করে শিল্পীরা বলেন, “অবশেষে রায় আমাদের পক্ষে এসেছে। দীর্ঘদিনের এ লড়াই ছিল অধিকার রক্ষার।”

খোকন পাশা বলেন, “রায় পেয়ে আনন্দে কেঁদে ফেলেছি। স্মরণ করছি এই ভোটাধিকার ফেরত পাওয়ার আন্দোলনের ১৯ জন সঙ্গীকে। যারা গত দুই বছরে মারা গেছেন। তারা সমিতির সদস্য ছিলেন। মিশা-জায়েদের কমিটি তাদের খবর রাখেনি। অন্যায়ের পরাজয় হয়েছে।”

অভিনেত্রী সাদিয়া মির্জা বলেন, “এই রায়ে আমরা অত্যন্ত আনন্দিত। অনেক অপমান সইতে হয়েছে। অন্যায়ের বিচার হয়েছে। আমরা ভোটাধিকার ফেরত পেয়েছি। এবারের নির্বাচনেই আমরা ভোট দিতে পারবো।”

Link copied!