• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

শাকিব খানের সদস্য পদ বাতিল নিয়ে যা জানা গেল!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৪, ২০২২, ০৬:১৫ পিএম
শাকিব খানের সদস্য পদ বাতিল নিয়ে যা জানা গেল!

ঢালিউডের সফল এবং সবচেয়ে জনপ্রিয় নায়ক শাকিব খান। দীর্ঘ দিন ধরে তিনি দেশের বাইরে অবস্থান করছেন। অভিনয়ের পাশাপাশি তিনি বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সদস্য। 

বৃহস্পতিবার (২৪ মার্চ) শাকিব খানের প্রযোজক সমিতির সদস্য পদ বাতিল ঘোষণা করা হয়েছে। চলচ্চিত্র প্রযোজক সমিতি  থেকে এমন সিদ্ধান্ত জানানো হয়।

ঠিক কি কারণে এই সিদ্ধান্ত তা জানতে সংবাদপ্রকাশের সঙ্গে কথা হয় চলচ্চিত্র প্রযোজক ও শাকিব খানের বন্ধু মো. ইকবালের। তিনি জানান,‘চলচ্চিত্র প্রোযোজনা সমিতির বেশ কিছু নিয়ম রয়েছে। যা কেউ ভাঙ্গতে পারেন না। মূলত প্রযোজক সমিতিতে নিয়মিত চাঁদা না দেওয়ার কারণে তার সদস্যপদ বাতিল করা হয়েছে।’

এদিকে প্রযোজক সমিতির নেতা খোরশেদ আলম খসরু বলেছেন ভিন্ন কথা। তিনি বলেন, ‘চাঁদা নয়, তার আয়করের কাগজে কোনও একটা ঝামেলা হয়েছে বলে আমি যতদূর জানি। তাই তার সদস্যপদ বাতিল হয়েছে। তবে তিনি আপিল করতে পারবেন।’

শাকিব খান প্রযোজিত সর্বশেষ  ‘বীর’ ছবি। তার এসকে ফিল্মসের ব্যানারে সিনেমাটি মুক্তি পায়।

Link copied!