কিংবদন্তি কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকরের শেষকৃত্যে অন্যান্য তারকাদের সঙ্গে উপস্থিতি হয়েছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। শেষ বিদায় জানানোর সময় তার সঙ্গে ছিলেন ম্যানেজার পূজা দাদলানি।
সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে লতার জন্য দুই হিন্দু-মুসলিমের একসঙ্গে প্রার্থনা করার দৃশ্য।
তবে কট্টরপন্থীদের চোখে পড়েছে আরেকটি ছবি। যেখানে শাহরুখ খানকে লতার কফিনের ওপর ঝুঁকে থাকতে দেখা যাচ্ছে।
বিতর্কের সূত্রপাত এক বিজেপি নেতার টুইট ঘিরে। যিনি প্রশ্ন তুলেছেন প্রার্থনার নামে লতা মঙ্গেশকরের মরদেহের ওপর ‘থুতু ছেটাননি তো শাহরুখ?’
এই নিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে ভারতে। কেউ কেউ দাবি করছেন, প্রয়াত শিল্পীকে অসম্মান করেছেন তিনি। তবে বেশির ভাগেরই দাবি, স্বাভাবিকভাবে প্রার্থনার জন্য দোয়া পড়ছেন শাহরুখ।
এরপর মাস্ক নামিয়ে মুখ নিচু করে হয়তো লতার আত্মার শান্তি কামনা করে ফুঁ দিয়েছেন তিনি। তাই বিজেপি নেতার অজ্ঞতা বা মূর্খামি নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।
রোববার ৯২ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেন লতা মঙ্গেশকর। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মুম্বাইয়ের শিবাজী পার্কে শেষকৃত্য সম্পন্ন হয় তার।