পরিচালক এসএস রাজামৌলি মানেই রেকর্ড বইয়ের নতুন ইতিহাস। প্রখ্যাত এই পরিচালক প্রায় সাড়ে তিন বছর পর রুপালী পর্দায় ফিরেছেন নতুন ছবি ‘আরআরআর’ নিয়ে। মুক্তির প্রথম দিন শুক্রবার (২৫ মার্চ) সিনেমাটি ভেঙ্গে দিয়েছে ভারতের সব রেকর্ড। প্রথম দিনে বিশ্বব্যাপী ২৫৭ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি।
‘আরআরআর’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণী সুপারস্টার রাম চরণ ও জুনিয়র এনটিআর। তারা দু’জনেই ৪৫ কোটি রুপি করে পারিশ্রমিক নিচ্ছেন বলে শোনা যায়। তাদের সঙ্গে আছেন বলিউড তারকা অজয় দেবগন ও আলিয়া ভাট।
ভারতীয় সিনেমায় মুক্তির প্রথম দিনে বক্স অফিসে সর্বকালের সেরা আয় এখন ‘আরআরআর’ সিনেমার দখলে । ঘটনাক্রমে রাজামৌলির আগের মুক্তিপ্রাপ্ত ‘বাহুবলী: দ্য কনক্লুশন’ ছবির প্রথম দিনের রেকর্ড ব্রেক করেছে এই ছবি। ‘বাহুবলী: দ্য কনক্লুশন’ প্রথম দিনে ২২৪ কোটির ব্যবসা করেছিল।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ভারতীয় সিনেমা বিশ্লেষক মনোবালা বিজয়বালন শনিবার (২৬ মার্চ ) জানিয়েছেন,‘‘প্রথম দিনে বিশ্বব্যাপী ২৫৭.১৫ কোটির ব্যবসা করেছে এই ছবি। এর মধ্যে শুধুমাত্র অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা থেকে ১২০ কোটি আয় করেছে। সেই সঙ্গে বিদেশে ৭৮ কোটি টাকা আয় করেছে এই ছবির।
এই সিনেমাটি বিশ্বজুড়ে সর্বাধিক হলে মুক্তি পেয়েছে। ইতিমধ্যে প্রায় ৮ হাজার হলে মুক্তি দেওয়া হয়েছে। যার মধ্যে শুধুমাত্র হিন্দি ভাষায় সিনেমাটি ৩২০০ হলে মুক্তি পায়।
হিন্দি ভাষা ছাড়াও ভারতের দক্ষিণাঞ্চলের বড় অংশজুড়ে মুক্তি পেয়েছে ‘আরআরআর’। সেখানে প্রায় ৩ হাজার প্রেক্ষাগৃহে দেখা যাবে ছবিটি।