• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

রাকিবুল-সাকিবের বায়োপিক বানাতে চান সৃজিত


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২১, ০৪:৪৬ পিএম
রাকিবুল-সাকিবের বায়োপিক বানাতে চান সৃজিত

দ্বিতীয় বির্বাবার্ষিকী পালনের কারণে বাংলাদেশ অবস্থান করছেন ভারতের জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জী। আজ বুধবার মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে স্ত্রী মিথিলাকে নিয়ে বাংলাদেশ-পাকিস্তানের টেস্ট ম্যাচ দেখতে গিয়েছিলেন তিনি। সেখানে উপস্থিতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সৃজিত বাংলাদেশের ক্রিকেটার রাকিবুল হাসান ও সাকিব আল হাসানকে নিয়ে সিনেমা নির্মাণের ইচ্ছার কথা জানান।

সৃজিত বলেন, “আমার খুব ইচ্ছে বাংলাদেশের এই দুই ক্রিকেটারকে (রাকিবুল হাসান ও সাকিব আল হাসান) নিয়ে চলচ্চিত্র তৈরি করার। বিষয়টি নিয়ে এখনও কারও সঙ্গেই কথা হয়নি। বাংলাদেশের ক্রিকেটে তাদের যে নাটকীয় ও অনবদ্য অবদান তা ভোলার নয়।”

রাকিবুল হাসান প্রসঙ্গে এই নির্মাতার ভাষ্য, “রাকিবুল হাসান সিনেমার জন্য দুর্দান্ত ক্যারেক্টার। কারণ যখন বাংলাদেশ স্বাধীন হয়নি তখন তিনি নিজ দেশের নেতার উদ্দেশে (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) কটু কথা বলায় পাকিস্তানি খোলেয়াড়কে শায়েস্তা করতেও দ্বিধা করেননি। আবার সবাই যখন পাকিস্তানের (অবিভক্ত) ইস্টিকার (তলোয়ার ও তারা) নিয়ে ব্যাট করতে নেমেছেন, তখন রাকিবুল সেটা তুলে ফেলে ‘জয় বাংলা’ স্টিকার লাগিয়ে মাঠে নেমেছিলেন। উনার যে সাহসিকতা ও অবদান তার জন্য অবশ্যই তাকে নিয়ে সিনেমা হওয়া উচিত।”

এর আগে তিনি এ দিন সকালে সাকিবের প্রশংসা করে ফেসবুকে স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে তিনি সাকিবকে তার সময়ের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে আখ্যা দেন।

Link copied!