কিছুদিন আগে মিরপুর স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট ম্যাচ দেখতে গিয়েছিলেন ভারতের জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখার্জি। তিনি সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাকিব আল হাসানের বায়োপিক নির্মাণের আগ্রহ প্রকাশ করেছেন। সাকিবের কানে সৃজিতের এই ইচ্ছার কথা পৌঁছে গেছে। তবে বিশ্বসেরা এই অলরাউন্ডার মনে করেন, মিডিয়ার নজর কাড়তেই সৃজিত এমনটা বলেছেন।
ক্রীড়া সাংবাদিক উৎপল শুভ্রকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব এমনটা বলেন। তিনি তাকে প্রশ্ন করেছিলেন, “মিরপুরে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট ম্যাচ দেখতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপে আপনার বায়োপিক বানাতে আগ্রহ প্রকাশ করেছেন ভারতীয় চিত্র পরিচালক সৃজিত মুখার্জি। আপনিও তো শুনেছেন মনে হয়!”
উত্তরে সাকিব বলেন, “হ্যাঁ, শুনেছি। তবে আমার কাছে মনে হয়েছে, মিডিয়া অ্যাট্রাকশন পাওয়ার জন্যই উনি এটা বলেছেন।”
এদিকে সৃজিত না বানালেও সাকিবের বায়োপিক নির্মিত হচ্ছে। এক অনুষ্ঠানে সাকিব নিজেই জানিয়েছেন সেটি। বেশ কিছু সূত্রে জানা গেছে, সিনেমাটি বাংলাদেশ থেকে নয়, নির্মিত হবে মুম্বাই অর্থাৎ বলিউড থেকে। আন্তর্জাতিক মান বজায় রেখে এ বায়োপিক নির্মাণ করবেন বলিউডেরই কোনো নামজাদা পরিচালক। তবে সাকিবের চরিত্রে দেখা যাবে বাংলাদেশের কোনো অভিনেতাকেই।
জানা গেছে, চলচ্চিত্রটির প্রযোজনার সঙ্গে যুক্ত হতে পারেন সাকিব নিজেও। আপাতত চলছে প্রস্তুতি। লেখা শুরু হয়েছে চিত্রনাট্য। এজন্য সাকিব আল হাসানের নানা তথ্য অনুসন্ধান করছে টিম।