ওপার বাংলার বিনোদন অঙ্গনে সাহসী উপস্থিতি আর স্পষ্ট বক্তব্যের জন্য পরিচিত স্বস্তিকা মুখার্জি। গ্ল্যামার, পোশাক কিংবা মতামত—সব ক্ষেত্রেই নিজের মতো করেই এগিয়ে চলেন এই অভিনেত্রী। সমালোচনা, কটাক্ষ কিংবা ট্রল তাকে দমিয়ে রাখতে পারে না, বরং আরও আত্মবিশ্বাসী করে তোলে।
সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ নতুন ছবি প্রকাশ করেন স্বস্তিকা। ছবিতে দেখা যায়, হালকা ধূসর রঙের নকশা করা শাড়িতে স্নিগ্ধ অথচ স্টাইলিশ লুকে ধরা দিয়েছেন তিনি। ছবিগুলোর সঙ্গে অভিনেত্রী লেখেন, ‘একটু উষ্ণতার জন্য।’ খোলামেলা নয়, বরং সাদামাটা এই সাজেও তার আত্মবিশ্বাস নজর কাড়ে। নেটিজেনদের একটি বড় অংশ ছবিগুলোর প্রশংসা করেছেন মন্তব্যে।
ট্রল প্রসঙ্গে স্বস্তিকা নতুন নন। এর আগেও একাধিকবার সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট করে নিজের অবস্থান জানিয়েছেন তিনি। একবার কটাক্ষকারীদের উদ্দেশে লেখেন, ‘যারা অল্প বয়সে নির্লজ্জ, তারা বয়স বাড়লেও একই রকমই থাকে।’ এই মন্তব্যের মধ্য দিয়েই বোঝান— বয়স বা সমাজের চোখরাঙানি নয়, নিজের মানসিক স্বাধীনতাই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
৪৫ বছর বয়সী এই টালিউড অভিনেত্রী পর্দার বাইরেও পোশাক ও জীবনদর্শনে বরাবরই স্বাধীনচেতা। শাড়ি হোক বা পাশ্চাত্য পোশাক— সব ধরনের সাজেই তিনি স্বচ্ছন্দ। তবে খোলামেলা লুকে হাজির হলেই নিয়মিত কটাক্ষের মুখে পড়তে হয় তাকে। তবুও সেসবকে পাত্তা না দিয়ে নিজের মতো করেই এগিয়ে চলেছেন স্বস্তিকা মুখার্জি।

































