• ঢাকা
  • বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২, ২৬ জমাদিউস সানি ১৪৪৭

বিলাসিতা আমাকে টানেনি: ঈশিতা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ০৭:৪৬ পিএম
বিলাসিতা আমাকে টানেনি: ঈশিতা

শৈশব থেকেই অভিনয়ের আলোয় পরিচিত মুখ রুমানা রশীদ ঈশিতা। সময়ের সঙ্গে জনপ্রিয়তা পেয়েছেন, আবার দীর্ঘ বিরতিও নিয়েছেন বিনোদন অঙ্গন থেকে। নাটক ও বিজ্ঞাপনে একসময় দারুণ ব্যস্ত থাকা এই অভিনেত্রী পরবর্তীতে সংসার ও ব্যক্তিজীবনকে প্রাধান্য দিয়েছেন। দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী এসিআই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরিফ দৌলার সহধর্মিণী হলেও গ্ল্যামার আর আভিজাত্যের আড়ালে নিজেকে বরাবরই সংযত রেখেছেন তিনি।

সম্প্রতি একটি পডকাস্টে নিজের জীবনদর্শন নিয়ে কথা বলেন ঈশিতা। সেখানে স্পষ্ট ভাষায় জানান, বিলাসিতা কিংবা আভিজাত্য তাকে কখনোই তেমন আকর্ষণ করেনি। মাত্র আট বছর বয়সে খ্যাতির স্বাদ পেলেও সেটিকে তিনি মাথায় উঠতে দেননি বলে জানান এই অভিনেত্রী।

ঈশিতার ভাষায়, মানুষের মেধা ও অর্জন চিরস্থায়ী নয়। উদাহরণ টেনে তিনি বলেন, ৪০ বছরের অভিজ্ঞতা থাকা একজন ব্রেইন সার্জনও হঠাৎ অসুস্থ হয়ে স্মৃতিশক্তি হারাতে পারেন। এমন অনিশ্চয়তার বাস্তবতায় ধনসম্পদ বা প্রাচুর্য নিয়ে অতিরিক্ত স্বস্তিবোধ করার কোনো কারণ দেখেন না তিনি।

তার মতে, জীবনে সবকিছু হারিয়ে যাওয়ার আশঙ্কা একটি ধ্রুব সত্য। কী হবে, কখন হবে—তা একমাত্র সৃষ্টিকর্তাই জানেন। তাই ঐশ্বর্য বা সামাজিক অবস্থান নিয়ে অহংকার নয়, বরং সাধারণ মানুষ হিসেবেই নিজেকে দেখতে স্বাচ্ছন্দ্যবোধ করেন ঈশিতা।

তিনি আরও বলেন, নিজেকে তিনি নিখুঁত মনে করেন না। ভুলত্রুটি নিয়েই তিনি একজন সাধারণ মানুষ—এটাই তার কাছে সবচেয়ে বড় পরিচয়।

উল্লেখ্য, লেখক ইমদাদুল হক মিলনের গল্পে এবং ফখরুল আবেদীনের পরিচালনায় ‘দুজনে’ নাটকের মাধ্যমে অভিনয়জগতে পা রাখেন ঈশিতা। এরও আগে ১৯৮৮ সালে ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় শিশুশিল্পী হিসেবে পুরস্কার পেয়ে পরিচিতি পান। অভিনয়ের পাশাপাশি তিনি চ্যানেল আইয়ে মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে কাজ করেছেন এবং একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করেছেন। ‘নির্জন আড়ালে’, ‘স্বপ্ন স্বপ্নীল’, ‘গোধূলি বেলায়’সহ একাধিক নাটক পরিচালনাও করেছেন তিনি।

২০০৩ সালে আরিফ দৌলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ঈশিতা। তাদের একমাত্র সন্তান যাভির দৌলা।

Link copied!