• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

বাংলা-হিন্দির মিশ্রণে ‘কাঁচা বাদাম’ গাইলেন হিরো আলম


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২১, ০৫:০৩ পিএম
বাংলা-হিন্দির মিশ্রণে ‘কাঁচা বাদাম’ গাইলেন হিরো আলম

পশ্চিমবঙ্গের বীরভূমের বাসিন্দা ফেরিওয়ালা ভুবন বাদ্যকরের গাওয়া ‘কাঁচা বাদাম’ গান রীতিমতো আলোড়ন তুলেছে দুই বাংলায়। ভাইরাল এই গানটি এবার বাংলা-হিন্দির মিশ্রণে গাইলেন হিরো আলম। আজ মঙ্গলবার ভিডিওচিত্রসহ গানটি নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন তিনি।

গান গাওয়া প্রসঙ্গে হিরো আলম বলেন, “আমাকে সবাই অনুরোধ করছে তাই আমি একটু বিনোদন দেওয়ার জন্য অন্যরকমভাবে হিন্দিতে ‘কাঁচা বাদাম’ গানটা গেয়েছি। আশাকরি সবার ভালো লাগবে। সবাই উপভোগ করবেন।”

গত কয়েক দিনে গানটি ইউটিউব, টিকটক ও ফেসবুক মাতাচ্ছে। ছোট-বড়, তরুণ-তরুণীরাও এই গানে তাল মেলাচ্ছে, নাচছে-গাইছে। গানটির ভিউয়ার্স বাড়ছে। ভাইরাল হওয়া গানটি থেকে অর্থ উপার্জনও করছে ইউটিউব, ফেসবুক। কিন্তু গানটির প্রকৃত মালিক ভুবন এখন পর্যন্ত কোনো অর্থ পাননি। এমনকি গানের শিল্পী হিসেবে তার নামও নেই অনেক জায়গায়। তাই নিজের নামে গানের স্বত্ব চান ভুবান। পাশাপাশি গান থেকে উপার্জিত প্রাপ্য অর্থ পেতে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন ভুবন।

ভুবন বাদ্যকর বলেন, “গান ভাইরাল হয়, প্রচুর মানুষ বাড়িতে আসছে। অনেকেই আমার গান ভিডিও করে নিয়ে যান। সেই গান নেটমাধ্যমে ছেড়ে দেয়। তারা টাকা আয় করছেন। কিন্তু আমি তো কিছুই পাই না। আমার হাত খালি।”

ভাইরাল এই গায়ক নিরাপত্তার জন্য মাথায় হেলমেট পরে বাড়ি থেকে থানায় আসেন। কেউ যেন তাকে চিনতে না পারেন তাই এটা করেছেন বলে জানান তিনি।

Link copied!