• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হওয়া কে এই নায়িকা রাইমা!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২২, ০২:১২ পিএম
বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হওয়া কে এই নায়িকা রাইমা!

ঢাকাই সিনেমার নায়িকা রাইমা ইসলাম শিমুর বস্তাবন্দি মরদেহ সোমবার (১৭ জানুয়ারি) সকালে উদ্ধার করা হয়। এর আগে দুই দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি। এরপর কেরানীগঞ্জ থানা-পুলিশ মৃতদেহ মর্গে নিয়ে যায়। হত্যার ঘটনার পর থেকে সিনেমাপ্রেমীরা জানতে চাচ্ছেন কে এই নায়িকা রাইমা?

অভিনেত্রী রাইমার সর্বশেষ ছবি মুক্তি পায় ২০০৪ সালে। ছবির নাম ছিল ‘জামাই শ্বশুর’। ক্যারিয়ারে মোট ২৩টি সিনেমায় অভিনয় করলেও, শোবিজ অঙ্গনে খুব বেশি পরিচিত ছিলেন না রাইমা।

রাইমার গ্রামের বাড়ি বরিশাল জেলায়। প্রায় দুই যুগ আগে ১৯৯৮ সালে ঢাকাই চলচ্চিত্রে নাম লেখান তিনি। প্রখ্যাত নির্মাতা কাজী হায়াৎ পরিচালিত ‘বর্তমান’ সিনেমা দিয়ে শোবিজে অভিষেক হয় তার। এই চলচ্চিত্রে তখন অভিনয় করেছিলেন তখনকার জনপ্রিয় তারকা মান্না, মৌসুমী এবং ডিপজল।

এরপর ছয় বছরে অভিনয় করেছেন মোট ২৩টি সিনেমায়। ২০০৪ সালের পর অভিনয় জগতে অনিয়মিত হয়ে পড়েন এই অভিনেত্রী।

Link copied!