• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

ফের বড়পর্দায় ফেলুদা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২১, ০৩:২৪ পিএম
ফের বড়পর্দায় ফেলুদা

বড়দিনে বড় চমক। ২০২২ সালে ফের বড় পর্দায় আসতে চলেছেন ফেলুদা। তপসে ও জটায়ুকে সঙ্গে নিয়ে বাঙালির পরম প্রিয় ফেলুদা সন্দীপ রায়ের হাত ধরে বড়পর্দায় আসবেন।

সত্যজিৎ রায়ের ‘হত্যাপুরী’ একটি মার্ডার থ্রিলার গল্প। যেখানে ফেলুদা, তপসে, জটায়ু—থ্রি মাস্কেটিয়ার্সের অবসর যাপনে নয়া মোড় আসে। তারা সমুদ্র সৈকতে একটি অজ্ঞাত লাশ আবিষ্কার করেন। ফেলুদা সবসময় অনুসন্ধিৎসু, তাই তার দুই নির্ভরযোগ্য সঙ্গী- তোপসে ও জটায়ুর সাথে সত্যের সন্ধানে অগ্রসর হন। হত্যাকাণ্ডটি ঘিরে ফেলুদার তদন্তের কারণে ত্রয়ীকে ডি. জি সেন নামে একজনের কাছে নিয়ে যাওয়া হয়। ডি জি সেনের বিরল পাণ্ডুলিপি সংগ্রহের প্রতি অনুরাগ দেখা যায়। গল্পটি একটি রহস্যময় মোড় নেয় যখন ডি.জি সেন নিখোঁজ হন এবং পুরীতে আরও একটি মৃতদেহ পাওয়া যায়। ফেলুদা, তোপসে ও জটায়ু রহস্যের কিনারা করতে গিয়ে অন্ধকার সত্যের একটি জাল সামনে আসে।

সত্যজিৎ রায়ের ‘হত্যাপুরী’ অবলম্বনে হত্যা রহস্যের সমাধান করবেন ফেলুদা। ছবিটি প্রযোজনা করছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। বাঙালির আবেগ, বাঙালির নস্ট্যালজিয়া প্রদোষ চন্দ্র মিত্র ওরফে ফেলুদাকে নতুন অবতারে পাওয়া যাবে, এমনটাই দাবি প্রযোজনা সংস্থার। ‘হত্যাপুরী’ ছবিতে কারা কারা অভিনয় করবেন তা ক্রমশ প্রকাশ্য। সিনেমাটোগ্রাফির দায়িত্ব সামলাবেন সৌমিক হালদার।

Link copied!