• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ফিল্মফেয়ারে জয়ার জয়জয়কার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৮, ২০২২, ১২:৪৩ পিএম
ফিল্মফেয়ারে জয়ার জয়জয়কার

বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান ‘জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস’ নিজের সম্পত্তি বানিয়ে ফেলেছেন। তৃতীয়বারের মতো ফিল্মফেয়ারে সেরা অভিনেত্রী হয়েছেন তিনি। 

কলকাতায় বৃহস্পতিবার (১৭ মার্চ) সন্ধ্যায় বসেছিলো ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের মনোমুগ্ধকর আয়োজন। সেখানেই বাজিমাত করেন জয়া। অতনু ঘোষ পরিচালিত ‘বিনিসুতোয়’ ছবিতে প্রধান চরিত্রের জন্য জয়া জয় করেন সমালোচকদের মন।

‘বিনিসুতোয়’ ছবিতে অভিনয় করে দুটি বিভাগে মনোনয়ন পেয়েছিলেন জয়া। সেরা অভিনেত্রী হিসেবে আরো মনোনয়ন পেয়েছিলেন অপরাজিতা আঢ্য, কোয়েল মল্লিক, ঋতাভরী চক্রবর্তী এবং রুক্সিনী মৈত্র।

পুরস্কার পেয়ে বেশ আনন্দিত জয়। গণমাধ্যমকে এক প্রতিক্রিয়ায় তিনি বলেন,‘‘পপুলার ক্যাটাগরিতে পুরস্কার পাওয়া বেশ কঠিন। সমালোচকরা আমার কাজ পছন্দ করেছেন। আমি পুরস্কৃত হওয়ায় তারাও আনন্দিত।’’

ফিল্মফেয়ারের জমকালো অনুষ্ঠানে হাজির হতে জয়া অনেক পথ পাড়ি দিয়ে হাজির হয়েছিলেন কলকাতায়। এ বিষয়ে এই অভিনেত্রী বলেন, ‘‘সকালে বিহারের ঝাড়খান্ড থেকে ট্রেনে করে কলকাতা পৌঁছেছি। সেখানে কালান্তর ছবির শুটিং চলছিল। এখানে এসে সবার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগল।’’

জয় ফিল্মফেয়ারে এবার সেরা ছবি নির্বাচিত হয়েছেন ‘বরুণবাবুর বন্ধু’ ও ‘টনিক’। সেরা পরিচালক ‘বরুণবাবুর বন্ধু’র অনিক দত্ত, সেরা অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায় 'টনিক' ছবির জন্য। সমালোচকের চোখে সেরা অভিনেতা দ্বিতীয় পুরুষ ছবির অনির্বাণ ভট্টাচার্য ও অভিযাত্রিক ছবির অর্জুন চক্রবর্তী। অব্যক্ত ছবির জন্য সমালোচকের চোখে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন অর্পিতা চট্টোপাধ্যায়।

এরআগে আরও দুইবার জয় ফিল্মফেয়ার (বাংলা) পুরস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার পান জয়া আহসান। পশ্চিমবঙ্গের বাংলা ছবিকে উৎসাহ দিতে এই পুরস্কারের আয়োজন করে ফিল্মফেয়ার। এর আগে চারবার এই পুরস্কারের আয়োজন করা হয়েছে।

Link copied!