অভিনেত্রী ও অমিতাভপত্নী জয়া বচ্চন একটু রাগী স্বভাবের। সংবাদমাধ্যমের সঙ্গে কোনো দিনই তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল না। পান থেকে চুন খসলেই অনেককে দিয়েছেন বকুনি। এবার এক পাপারাজ্জির ক্লিকে প্রচণ্ড বিরক্ত হয়েছেন তিনি।
অমিতাভ-জয়া বচ্চনের কন্যা শ্বেতার ৪৮তম জন্মদিন ছিল বৃহস্পতিবার (১৭ মার্চ)। শ্বেতার জন্মদিনের পার্টি শেষে গাড়িতে বসেছিলেন জয়া। জয়াকে দেখে এক অতি উৎসাহী পাপারাজ্জি ক্যামেরা নিয়ে এগিয়ে যায়। ঝলকে ওঠে ফ্ল্যাশের আলো। এতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন জয়া বচ্চন।
এই ঘটনা প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। সেই ভিডিওতে দেখা যায়, গাড়ির মধ্যে সাদা রঙের সালোয়ার পরে বসে রয়েছেন জয়া। পাশে বসা আরও একজন নারীর সঙ্গে কথা বলছেন। এরপর যখন পাপারাজ্জি গাড়ির কাচের সামনে গিয়ে ছবি তোলা শুরু করল, সেই মুহূর্তে পেছন ফিরে হাত নাড়িয়ে তাদের উদ্দেশে কিছু বলা শুরু করলেন অমিতাভপত্নী।