• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

পরিবারের সঙ্গে শেষ দেখা নিয়ে চিন্তায় ইউক্রেন অভিনেত্রী নাতালিয়া


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২২, ০৪:১৯ পিএম
পরিবারের সঙ্গে শেষ দেখা নিয়ে চিন্তায় ইউক্রেন অভিনেত্রী নাতালিয়া

ভারতের বলিউডে অভিনয় করেন ইউক্রেন অভিনেত্রী নাতালিয়া কোজহেনোভা। কাজের সুবাদে ভারতে একা থাকেন তিনি। ইউক্রেন থেকে প্রায় ১১ বছর আগে ভারতে আসেন নাতালিয়া। এরপর থেকে ভারতেই আছেন। সম্প্রতি রাশিয়ার সৈন্যরা ইউক্রেন আক্রমণ করলে দেশে থাকা পরিবারকে নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তিনি। শঙ্কায় ভুগছেন পরিবারের সঙ্গে শেষ দেখা হবে তো?


ইউক্রেনের রিভন শহরে নাতালিয়ার মা, সৎ বাবা, দুই ভাই, দুই ভাতিজা বসবাস করেন। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে নাতালিয়া বলেন,‘‘কয়েকদিন আগে মায়ের সঙ্গে কথা বলেছি। মা বলেছেন, রাশিয়ান সৈন্যরা শহরে প্রবেশ করছে। ঘর-বাড়ি খালি করে আশ্রয় কেন্দ্রে যেতে বলা হয়েছে। মৃত্যু ভয়ে আমার পরিবার ঘরের ভেতরে বন্ধ আছেন।’’


রাশিয়ার সৈন্যদের নিয়ে ভয়ে আছেন নাতালিয়া। সেটা জানিয়ে এই অভিনেত্রী বলেন,‘‘রাশিয়ার মতো বড় শক্তির কাছে আমরা দাঁড়াতেই পারব না।  ইউক্রেনের মানুষ শান্ত স্বভাবের। কিন্তু আগামী দিনে কী হবে, তা কেউ জানে না। আমি আমার গোটা পরিবারকে ভারতে নিয়ে আসতে চাই। কিন্তু তা সম্ভব নয়; কীভাবে ওদের পাশে দাঁড়াব, তা-ও বুঝতে পারছি না। পরিবারের কিছু হলে অনাথ হয়ে যাব; ওরা ছাড়া আমার আর কেউ নেই।’’


পরিবারকে ভারতে নিয়ে আসতে চান নাতালিয়া। তিনি বলেন,‘‘আমার বিশ্বাস ভারত সরকার ইউক্রেনের পাশে দাঁড়াবে। ইউক্রেনে ভারতের অনেক শিক্ষার্থী পড়াশোনা করে। ভারতের অনেক শিক্ষার্থী বিপদে রয়েছেন; আমার বিশ্বাস ইউক্রেনবাসীর জন্য যে পরিণতি অপেক্ষা করছে, তারা একই পরিণতি ভোগ করবে না।’


সম্প্রতি ‘ভানুমতি’ সিনেমার কাজ শেষ করেছেন নাতালিয়া। এই অভিনেত্রীর প্রথম বলিউড সিনেমা ‘অতিথি তুম কব জায়োগে’। ছবিটি ২০১০ সালে মুক্তি পায়। এরপর ‘আঞ্জুনা বিচ’, ‘সুপার মডেল’, ‘তেরে জিসম সে জান তাক’, ‘ইভিল ইজ ব্যাক’সহ বেশ কয়েকটি হিন্দি সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেন নাতালিয়া।

Link copied!