সদ্য সমাপ্ত চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে জায়েদ খানের কাছে ১৩ ভোটে হেরেছেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী নিপুণ। প্রকাশিত ফলে অসন্তোষ প্রকাশ করে নির্বাচন কমিশনে আপিল করেছেন তিনি। সেই আপিলে ফের ভোট গণনা চলছে বলে জানিয়েছেন আপিল বিভাগের প্রধান সোহানুর রহমান সোহান।
শনিবার এ ব্যাপারে সোহানুর রহমান বলেন, “চিত্রনায়িকা নিপুণ পাঁচ হাজার টাকা জমা দিয়ে আপিল বিভাগের কাছে আবেদন করেছেন। আপিল বিভাগ পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করছে। পুনরায় ভোট গণনা শেষে খুব দ্রুতই ফল জানিয়ে দেওয়া হবে।”
এর আগে নিপুণ জানিয়েছিলেন, ভোটের হিসেবে গড়মিল রয়েছে। নির্বাচন চলাকালে বেশ কিছু অভিযোগ ওঠে। সব মিলে ফলাফলে সন্তুষ্ট নন তিনি। কারচুপির আশঙ্কা করেন। তাই কমিশন বরাবর আপিল করেন।
নির্বাচনের দিন ভোট চলাকালে জায়েদ খানের বিরুদ্ধে চাদরের নিচ দিয়ে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ তোলেন নিপুণ।
এ ব্যাপারে সভপাতি পদে বিজয়ী ইলিয়াস কাঞ্চন শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে বলেন, “বেলা ১টার মধ্যে আপিল করার কথা ছিল। আপিল করা হয়েছে। ২৬টি ব্যালট বাতিল হয়েছে বলে জানা গেছে। তা কি সঠিকভাবে হয়েছে কি না, তা জানতে আপিল করা হয়েছে।”
নির্বাচনে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত জায়েদ খান পেয়েছেন ১৭৬ ভোট, অন্যদিকে নিপুণ পেয়েছেন ১৬৩ ভোট। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে নিপুনের ২৬টি ভোট বাতিল হয়েছে।
এবার মোট ভোটার ছিলেন ৪২৮ জন। এর মধ্যে এ বছর ভোট দিয়েছেন ৩৬৫ জন। এবার নির্বাচনে অংশ নিয়েছে কাঞ্চন-নিপুণ এবং মিশা-জায়েদ প্যানেল।