প্রখ্যাত চলচ্চিত্রকার আজিজুর রহমান চিরতরে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন। কানাডার একটি হাসপাতালে বাংলাদেশ সময় সোমবার (১৪ মার্চ) রাতে তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর।
বরোণ্য নির্মাতা আজিজুর রহমান শেষ বয়সে কানাডায় মেয়ে বিন্দির সঙ্গে বসবাস করতেন।
‘এ দেশ তোমার আমার’ চলচ্চিত্রে এহতেশামের সহকারী হিসেবে আজিজুর রহমান ১৯৫৮ সালে ক্যারিয়ার শুরু করেন। ১৯৬৭ সালে ‘সাইফুল মূলক বদিউজ্জামান’ নামে প্রথম চলচ্চিত্র নির্মাণ করেন। যার বিষয়বস্তু ছিল ময়মনসিংহের লোককথা। বাংলাদেশ, ভারত ও পাকিস্তান মিলিয়ে তিনি সর্বমোট ৫৪টি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন।
আজিজুর রহমানের নির্মিত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো- ‘ছুটির ঘণ্টা’, ‘অশিক্ষিত’, ‘মাটির ঘর’, ‘জনতা এক্সপ্রেস’, ‘সাম্পানওয়ালা’, ‘গরমিল’ ‘মধুমালা’, ‘স্বীকৃতি’, ‘শাপমুক্তি’, ‘সমাধান’, ‘অতিথি’, ‘পরিচয়’, ‘অপরাধ’, ‘কুয়াশা’, ‘অনুভব’, ‘অগ্নিশিখা’, ‘অভিমান’, ‘মেহমান’, ‘মায়ের, ‘আঁচল’, ‘অহংকার’, ‘দিল’, ‘লজ্জা’, ‘জিদ’ইত্যাদি।
এছাড়া তিনি পাকিস্তানে ‘সাত সহেলী’,‘পরদা মে রহনে দো’, ভারতে ‘রুপবান’সহ অনেক চলচ্চিত্র নির্মাণ করেছিলেন।
আজিজুর রহমানের মরদেহ দেশে আনার পর বগুড়ার শান্তাহারে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।